বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুষ্টিয়ায় জেলা বিএনপির দুই নেতাকে সংবর্ধনা 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা বিএনপির দুই নেতাকে সংবর্ধনা 

নব গঠিত কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারকে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) আড়ুয়াপাড়া সূর্য সেনা ক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার সব ইউনিয়ন, পৌরসভা ও পৌর ওয়ার্ডের হাজার হাজার নেতা কর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে তাদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা।

সংবর্ধনা অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপির সব নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কোন ক্রমে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সকলকে এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে সুসংগঠিত করে তুলতে হবে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের মধ্যে আ.লীগের প্রেতাত্ত্বারা এখনো সক্রিয় হয়ে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে চলেছে। তারা সুযোগ পেলেই আবারো এদেশের জনগণের ও রাজনৈতিক দলের উপর আঘাত হানবে। 

তাই আ.লীগ যাতে সেই সুযোগ না পায় তার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যেতে হবে। 

টিএইচ